ভোরবেলা এল মেয়ে, মুখে তার প্রেমে-পড়া দাগ
ভোরবেলা ভিজে এল, এই বৃষ্টি জীবনে দেখেনি
রাতে ঘুমোয়নি মেয়ে, সারারাত সে-ই নিশীথিনী
ভোরে উঠে বেরিয়েছে, সকালটি গায়ের চাদরে
লেগে আছে রোদ হয়ে, বোঝাচ্ছেও 'বাবা-বাছা' করে
'খেয়ে যা, খেয়ে যা দুটো', মেয়ের সেদিকে নেই মন
কারণ সে ভোরের মেয়ে, দিনের আলোর সঙ্গে আসে
সঙ্গে কেউ নেই তার, বই নেই, খাতা নেই, বন্ধু না সখী না
শুধু প্রেম সঙ্গে করে একান্ত গাছের কাছে গিয়ে
সে বলে সমস্ত ভেঙে - 'আর পড়া ধোরো না আমায়
আজ এই সকালবেলা, বাবুল, নৈহার ছুট যায়
.... "

জয় গোস্বামী

কোন মন্তব্য নেই: