সাঁকো

সাঁকো

জয় গোস্বামী


একটি বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে
যেতে যেতে
কয়েকদিন মাত্র মাঝখানে পাতা আছে মিলনের সাঁকো

মেঘ করে আসবেই। পথ ঝাপসা হবেই বৃষ্টিতে
পা পিছলে তলিয়ে যাবে, তার আগে যতক্ষণ পারো
আঙুলে আঙুলে আঁকড়ে রাখো।

কোন মন্তব্য নেই: