বাংলা প্রেমের কবিতা -কথোপকথন ১১ -পূর্ণেন্দু পত্রী (bangla pramer kobita / bangla love poeam - kothopokothon by purnendu potri )



কথোপকথন ১১



পূর্ণেন্দু পত্রী



-তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর।
-এখনি ছুঁড়ে ফেলে দিচ্ছি।
কিন্তু তার বদলে?
-বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো?
-খেয়েছি।
কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি।
কলকাতাকেএক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি।
আকাশটাকে ওমলেটের মতো চিরে চিরে 
নক্ষত্রগুলোকে চিনেবাদামের মতো টুকটাক করে 
পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মতো মড়মড়িয়ে
আর গঙ্গা?
সেতো এক গ্লাস সরবত।
-থাক খুব বীর পুরুষ।
-সত্যি তাই।
পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়্ঙ্কর বিস্ফোরন।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক
কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারী 
এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশী
আর কিছু ছিনিয়ে নিতে পারি না।
-মিথ্যুক।
কেন?
-সেদিন আমার সর্বাঙ্গের শাড়ি ধরে টান মারনি?
-হতে পারে।
ভিখারীদের কি ডাকাত হতে ইচ্ছে করে না একদিনও?

কোন মন্তব্য নেই: